
বগুড়ার সোনাতলায় শত শত শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হলো এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। দেশের সকলকে সাথে নিয়ে দারিদ্র্য, সহিংসতা ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিল তারা। শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুায়াল) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশে সম্মিলিতভাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শপথ পড়ান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রলণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। এতে কণ্ঠ মেলায় সোনাতলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।
শপথে শপথে তারা সামাজিক সুরক্ষা, মানবিক ও সাম্যের বাংলাদেশ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন দূর করে নতুন এক সম্প্রীতির বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এছাড়া শপথের মাধ্যমে তারা অন্যায়, দুর্নীতি, বৈষম্যের বিলোপ করে এক নতুন মাতৃভ‚মি গঠনেরও দীক্ষা নেয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাইনুল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোঃ নুহ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি তাসমিয়া জান্নাতী প্রমুখ।