
রাজশাহীর পবা উপজেলায় ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় র্যাব দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কয়রা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলিমগঞ্জ গ্রামের মেহেদী হাসান (২৪) ও তার মা পারভিন বেগম (৪০)। তারা নিহত আমিরুল মোমিনের (৪০) সৎ ভাই ও সৎ ভাবি।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ ঘটনার সময় গুরুতর আহত আমিরুল মোমিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আমিরুল আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের একজন, আমিরুলের সৎ ভাই মিজানুর রহমান মিজু (৫০), বর্তমানে পলাতক।
র্যাব সূত্রে জানানো হয়, মিজানুর ও আমিরুলের মধ্যে আগে থেকেই জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। চলতি মৌসুমে মিজানুর তার বাড়ির পাশে ১০ কাঠা জমিতে আমন ধান রোপণ করেন। ২১ জুলাই আমিরুলের বাড়ির দুটি হাঁস সেই জমিতে ঢুকে পড়লে, তা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়।
এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে মিজানুর, তার ছেলে মেহেদী ও স্ত্রী পারভিনসহ কয়েকজন আমিরুলের বাড়ির সামনে গিয়ে তাকে গালিগালাজ করতে থাকেন। আমিরুল প্রতিবাদ করতে গেলে তাকে হাঁসুয়া ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ছোট ভাই গোলাম আজমকেও কোপানো হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমিরুলকে মৃত ঘোষণা করেন। তার ভাই গোলাম আজম চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরদিন নিহতের স্ত্রী সাতজনকে আসামি করে রাজশাহীর দামকুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শনিবার ভোরে মেহেদী ও তার মাকে গ্রেপ্তার করে র্যাব। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।