বগুড়ায় বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ায় বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০০:২৪
বগুড়ায় বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বিশেষ অভিযানে ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি উদ্ধার

বগুড়া শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারালো অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে জেলা পুলিশ ৮১০টি চায়নিজ ফোল্ডিং চাকু ও দুটি চাপাতি জব্দ করেছে।

শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার পুলিশ যৌথভাবে শহরের বিভিন্ন মার্কেটে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একাধিক দোকানে হঠাৎ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ধারালো অস্ত্র জব্দ করা হয়।

অভিযান চলাকালে দোকান মালিকদের এসব অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও মজুদের বিষয়ে সতর্ক করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষকে এসব অস্ত্রের অপব্যবহার, সম্ভাব্য অপরাধ এবং আইনগত পরিণতি সম্পর্কে সচেতন করা হয়।

বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শহরে ছুরি-চাকু সন্ত্রাস রোধ ও তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও চলবে।