দুপচাঁচিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০০:৪৮
দুপচাঁচিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
উপজেলা সংবাদদাতা, দুপচাঁচিয়া, বগুড়াঃ

দুপচাঁচিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়া জেলার দুপচাঁচিয়া পানিতে ডুবে সিরাত খাতুন নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৫ জুলাই রোববার সকালে উপজেলার তালোড়া  ইউনিয়নের কইল চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাত খাতুন সুজন মিয়া মেয়ে। প্রত্যক্ষসূত্রে জানা যায়, সকালে আনুমানিক ৯টা সময় শিশু সিরাত খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম শিশু সিরাত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়।