রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০০:৫১
রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

রংপুরে তিস্তা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমীন। সভাপতিত্ব করেন তিস্তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল আলম আল আমীন বলেন, “২০১৬ সাল থেকে প্রচেষ্টার পর ২০২৩ সালে সরকারিভাবে তিস্তা বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করে। রংপুর অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমরা সেমিস্টার ফি অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম নির্ধারণ করেছি। বর্তমানে আমাদের ৯টি বিভাগ চালু রয়েছে এবং চতুর্থ ব্যাচের ক্লাস ২৭ জুলাই থেকে শুরু হবে।”

তিনি আরও বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ক্লাসমুখী করা একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সরকার, সদস্য মোছাম্মৎ আফরোজা বিথি, রবিউল ইসলাম মৃদুল, রেজিস্ট্রার আতাউর রহমান, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, রংপুর গ্রুপের পরিচালক মেজর (অব.) মো. নাসিম, রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর জালাল উদ্দিন আকবর প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সদস্য মাগরেব আলী, রফিকুল ইসলামসহ অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।