রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত | Daily Chandni Bazar রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০১:০১
রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি- বিজ্ঞপ্তির

রোটারী ক্লাব অব বগুড়ার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রোটাবর্ষ ২০২৫–২৬ উপলক্ষে সংগঠনটি সারিয়াকান্দি ও গাবতলীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে।

রবিবার (২২ জুলাই) সকালে সারিয়াকান্দির মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয় এবং দুপুরে গাবতলীর সোনারায় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হক, সেক্রেটারি রোটা. মো. নবিউল ইসলাম নয়ন এবং বৃক্ষরোপণ কমিটির চেয়ারম্যান রোটা. মো. আখতারুল ইসলাম আখতার।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. মোস্তাফিজার রহমান, পিপি রোটা. মোছাঃ সুলতানা পারভীন শ্রাবণী, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, রোটা. শাহ্ মো. মাহমুদুর রহমান, রোটা. মো. সানাউল হক দুলাল, রোটা. মো. মাসুদ করিম, রোটা. মো. আব্দুস ছামাদ তালুকদার, রোটা. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দির মথুরাপাড়া বছির কাজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ এবং গাবতলীর সোনারায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজা মন্ডলও।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “পরিবেশ রক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণের মতো কার্যক্রমে যুক্ত হতে হবে।” তারা রোটারী ক্লাবের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান।