
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ ০১:২৮
বগুড়ার আদমদীঘিতে গরু চুরি করে জবাই, চামড়া ফেলে মাংস নিয়ে গেল চোরেরা
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম হিন্দুপাড়ায় একটি গরু চুরি করে নির্জন স্থানে জবাই করে চামড়া ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিন্দুপাড়ার বাসিন্দা নীলকণ্ঠ নামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে গভীর রাতে গরুটি চুরি হয়। পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নির্জন স্থানে গরুর চামড়া পড়ে থাকতে দেখেন তিনি।
গরুর মালিক নীলকণ্ঠ জানান,
“গরুটিকে চুরি করে দূরে নিয়ে গিয়ে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা। শুধু চামড়া ফেলে রেখে গেছে।”
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন,
“ঘটনার বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চোরচক্রের তৎপরতা নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।