সাদুল্লাপুরে চেয়ারম্যান ও মেম্বারের বাড়ি থেকে ৯ গরু চুরি | Daily Chandni Bazar সাদুল্লাপুরে চেয়ারম্যান ও মেম্বারের বাড়ি থেকে ৯ গরু চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০১:১৫
সাদুল্লাপুরে চেয়ারম্যান ও মেম্বারের বাড়ি থেকে ৯ গরু চুরি
উপজেলা সংবাদদাতা, সাদুল্লাপুর, গাইবান্ধাঃ

সাদুল্লাপুরে চেয়ারম্যান ও মেম্বারের বাড়ি থেকে ৯ গরু চুরি

সাদুল্লাপুর, গাইবান্ধার মানচিত্র।

গাইবান্ধার সাদুল্লাপুরে এক রাতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের গোয়াল ঘর থেকে  ৯ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
 
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর  ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
 
চুরি হয়ে যাওয়া এসব গরুর মধ্যে রয়েছে, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দের  তিনটি গরু, তার ভাই আব্দুল করিমের চারটি এবং  সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলামের দুইটি  গরু। 
 
 এবিষয়ে সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম  বলেন, হঠাৎ রাত তিনটার দিকে গাড়ির শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়।  এরপর গোয়াল ঘরে গিয়ে দেখি গরু নাই।
ভুক্তভোগী আব্দুল করিম জানান, রাত  দুইটার দিকে গোয়াল ঘরে গিয়ে দেখি সবগুলো গরু ঠিকঠাক আছে। কিন্তু ফজরের আযানের পর দেখতে পাই সব গরু চুরি হয়ে গেছে। কান্নাজড়িত কন্ঠে তিনি আরো জানান, এই গরুগুলোই ছিল আমার আয়ের একমাত্র সম্বল। 
 
ইউপি চেয়ারম্যান নওশা আকন্দ জানান রাতে গরু রাখার ঘরে গিয়ে দেখেন কোনো গরু নেই। পরে একেক করে খবর পাই, পাশের এক ভাই ও প্রতিবেশী সাবেক মেম্বারে ছয়টি গরুসহ মোট নয়টি গরু নেই। এ অবস্থায় তাৎক্ষণিক সব স্থানে খোঁজ করেও গরুগুলোর আর সন্ধান পাননি।
 
 
সাদুল্লাপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার  জানান, গরু চুরির ঘটনাটি আমাকে কেউ জানায়নি । তবে গরু চুরি রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।