ঢাকা থেকে শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ গ্রেফতার | Daily Chandni Bazar ঢাকা থেকে শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০১:২০
ঢাকা থেকে শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ গ্রেফতার
এনামুল হক, শেরপুর, বগুড়াঃ

ঢাকা থেকে শেরপুরের সাবেক কাউন্সিলর শুভ গ্রেফতার

আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা শুভ ইমরানকে গ্রেফতার করেছে বগুড়ার শেরপুর থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর নবীনগর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শুভ ইমরান (৩০), শেরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শেরপুর উপজেলার উলিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নবীনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।