নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা | Daily Chandni Bazar নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০১:৪৭
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
ফজলুর রহমান, নন্দীগ্রাম, বগুড়া

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

 বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দই ব্যবসায়ী কে জরিমানা  করা হয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ২৮ শে জুলাই (সোমবার) বেলা সাড়ে ১১ টায় বুড়ইল ইউনিয়নের বীরপলী বাজারে দই-মিষ্টি'র দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদনের অপরাধে বীরপলী গ্রামের মোবারক হোসেনের ছেলে লুৎফর রহমান (৫৫) কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারা মোতাবেক ৩হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। ওই সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।