মাইলস্টোন ট্র্যাজেডি: চিকিৎসাসেবা কার্যক্রম শেষে ফিরে গেলেন ভারতীয় চিকিৎসক দল | Daily Chandni Bazar মাইলস্টোন ট্র্যাজেডি: চিকিৎসাসেবা কার্যক্রম শেষে ফিরে গেলেন ভারতীয় চিকিৎসক দল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫ ০২:০০
মাইলস্টোন ট্র্যাজেডি: চিকিৎসাসেবা কার্যক্রম শেষে ফিরে গেলেন ভারতীয় চিকিৎসক দল
অনলাইন ডেস্ক

মাইলস্টোন ট্র্যাজেডি: চিকিৎসাসেবা কার্যক্রম শেষে ফিরে গেলেন ভারতীয় চিকিৎসক দল

নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞগণকে নিয়ে গঠিত ভারতীয় মেডিক্যাল টিমটি বাংলাদেশে তাদের কার্যক্রম সমাপ্ত করে সোমবার সন্ধ্যায় ফিরে গেছেন ভারতে। সোমবার রাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২১ জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি ২৩ জুলাই বাংলাদেশে এসেছিল। এতে আরো বলা হয়, ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিক্যাল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) তাদের বাংলাদেশি সহযোগীদের সাথে কাজ করেছে। মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ প্রদান করেছে। ভারতীয় টিমটি এনআইবিপিএসে অনুসৃত চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবেলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে। ভারতীয় হাইকমিশন সূত্র আরো জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য, ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ বাংলাদেশকে আরও যেকোনো সহায়তা প্রদানের জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন হিসেবে বিবেচনা করছেন তারা।