
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশুর চিকিৎসা থমকে গেছে অর্থাভাবে। পরিবারের একমাত্র সন্তান ৮ বছরের আব্দুর রহমানকে বাঁচাতে দেশের হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে তার অসহায় পরিবার।
শিশুটি উপজেলার দক্ষিণ বাঁশজানী এলাকার সাইকেল মেরামতের কর্মজীবী মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সম্প্রতি আব্দুর রহমানের নাক দিয়ে রক্তপাত ও চোখে রক্ত জমাট বাঁধলে তাকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, তার ব্লাড ক্যান্সার হয়েছে।
পরবর্তীতে গত ৭ দিন আগে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। তবে এতে প্রয়োজন প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা।
অথচ শিশুটির বাবা জাহাঙ্গীর আলম দিনমজুরির ভিত্তিতে সাইকেল মেরামতের কাজ করে সংসার চালান। এই বিপুল পরিমাণ চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব নয়। ফলে চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
শিশুটিকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবারটি। যে কেউ সাহায্য পাঠাতে পারেন নিচের ঠিকানায়:
সাহায্য পাঠানোর তথ্য:
বিকাশ (পার্সোনাল): ০১৩১০৩১৫১২৬ (জাহাঙ্গীর আলম)
ব্যাংক: জনতা ব্যাংক, ভূরুঙ্গামারী শাখা
হিসাব নম্বর: ০১০০২৬৮০৯৫৮৯১ (জাহাঙ্গীর আলম)