বগুড়ায় পরিবহন অফিসে ডাকাতি, বেঁধে রেখে লুট ১৭ লাখ টাকা | Daily Chandni Bazar বগুড়ায় পরিবহন অফিসে ডাকাতি, বেঁধে রেখে লুট ১৭ লাখ টাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫ ০২:৪০
বগুড়ায় পরিবহন অফিসে ডাকাতি, বেঁধে রেখে লুট ১৭ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পরিবহন অফিসে ডাকাতি, বেঁধে রেখে লুট ১৭ লাখ টাকা

বগুড়া শহরতলির সিল্কিবান্দা এলাকায় অবস্থিত আজাদ কার্গো পরিবহন সার্ভিস নামের একটি পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠানের অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা সাতজনের একটি ডাকাত দল নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে অফিসের ১২টি ড্রয়ার ভেঙে প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় রাতের ডিউটিতে থাকা তিন নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ডাকাতির এই ঘটনা ঘটে সোমবার দিবাগত রাত ৩টার দিকে। মঙ্গলবার সকালে অফিস খুলতে এসে ঘটনা আবিষ্কার করেন কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সামছুল ইসলাম জানান, “তিনতলা ভবনের নিচতলায় অফিসে দিনে প্রায় ১২ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল বিকেলে তারা ছুটি শেষে বাসায় ফিরে যান। রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন—নুরুজ্জামান, সাখাওয়াত ও জয়নাল।”

তিনি আরও জানান, “সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত তিনটার দিকে পূর্ব দিক দিয়ে সাতজন মুখোশধারী ভিতরে প্রবেশ করে। তারা প্রথমেই তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলে এবং তাদের মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর অফিসের প্রধান প্রবেশদ্বারের তালা ভেঙে ভিতরে ঢুকে ১২টি টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তছনছ করে টাকা নিয়ে যায়। অফিসের একটি সিন্দুক গ্যাস কাটার যন্ত্র দিয়ে কাটার চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাত দল। ওই সিন্দুকে আরও প্রায় ৬ লাখ টাকা ছিল।”

পরে খবর পেয়ে বগুড়া সদর থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিরাপত্তাকর্মীদের ভূমিকা সন্দেহজনক

ঘটনাস্থল পরিদর্শন শেষে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন,
“রাতে ডিউটিতে থাকা প্রহরীদের প্রাথমিক বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ডাকাত দলের সঙ্গে তাদের যোগসাজশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “টাকার পরিমাণও অনেক বেশি দাবি করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ জানায়, ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া অর্থ উদ্ধারে কাজ শুরু করেছে গোয়েন্দা ইউনিটসহ একাধিক দল।