গাজায় অনাহারে শিশুসহ মৃতের সংখ্যা ১৬৯, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ হাজারের বেশি মানুষের | Daily Chandni Bazar গাজায় অনাহারে শিশুসহ মৃতের সংখ্যা ১৬৯, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ হাজারের বেশি মানুষের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৫ ০১:০২
গাজায় অনাহারে শিশুসহ মৃতের সংখ্যা ১৬৯, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ হাজারের বেশি মানুষের
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

গাজায় অনাহারে শিশুসহ মৃতের সংখ্যা ১৬৯, ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ হাজারের বেশি মানুষের

গাজায় মানবিক বিপর্যয় আরও তীব্র আকার ধারণ করেছে। টানা ইসরায়েলি আগ্রাসনের ফলে অনাহারে মৃত্যু ও সহিংসতার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি।

রোববার (৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সম্প্রতি আরও ৯৩ শিশুর অনাহারে মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ জনে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৬০ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ।

ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ। খাদ্য, পানি ও ওষুধের ভয়াবহ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা উপত্যকার প্রায় পুরো জনগোষ্ঠী। জাতিসংঘের ভাষায়, এটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি।

আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান বারবার প্রত্যাখ্যান করে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে। চলতি বছরের মে মাসে যুদ্ধবিরতির সময় ইসরায়েল জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে এড়িয়ে ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ নামে একটি একতরফা ত্রাণ বিতরণ প্রকল্প শুরু করে, যা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সমর্থন পায়। তবে এই উদ্যোগকে বিশ্বব্যাপী মানবিক ও ত্রাণ সংস্থাগুলো প্রত্যাখ্যান করেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী প্রায়শই খাদ্য বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়, এতে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েল গণহত্যার অভিযোগে বিচারের মুখোমুখি।