বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী | Daily Chandni Bazar বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৫ ০১:৩৫
বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক

বগুড়া প্রেসক্লাবের আয়োজনে আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী

বগুড়ায় গতকাল ০৩রা আগস্ট রবিবার বেলা সাড়ে ১১টার সময় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত নতুন ভবনে ০৩ দিন ব্যাপী স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। এই স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন শুভ উদ্বোধন করেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও (ডিসি) জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।
 
এতে বগুড়া প্রেসক্লাবে ৩৬ জুলাই অভ্যুত্থানের স্মরণে স্থিরচিত্র ও আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। তিনি বগুড়া প্রেসক্লাব কতৃক আলোকচিত্র-ভিডিও প্রদর্শনী ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন শেষে সেগুলো পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা বিএনপি'র সভাপতি এবং সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি গণেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সম্মানিত সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও দলীয় নেতা কর্মীবৃন্দগন।