
বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন (বিসিপিএ)-এর সদস্য ও ফেয়ার এগ্রো কেমিক্যালস সার্ভিসেস লিমিটেড-এর প্রতিনিধি হুমায়ন কবিরের ওপর সন্ত্রাসী হামলা, শারীরিক নির্যাতন, মোটরসাইকেল ও নগদ অর্থ ছিনতাইয়ের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় বগুড়ায় বিসিপিএ-এর বগুড়া বিভাগীয় চ্যাপ্টার কমিটির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিসিপিএ বগুড়া বিভাগীয় চ্যাপ্টারের সভাপতি ও এমিন্যান্স কোম্পানির সিনিয়র আরএসএম আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন (আরএসএম, এ্যাথারটন ইমমব্রুস কোম্পানি লিঃ), কার্যকরী সদস্য মাইনুল ইসলাম (ম্যাপ এগ্রো), বোরহান উদ্দিন পিকে (মেরী গোল্ড), গোপাল চন্দ্র মোহন্ত (ইঞ্জিরিয়াস ক্রপ সাইন্স লিঃ), নাজমুল হোসেন (এএসই, ফেয়ার এগ্রো), আনিসুল ইসলাম (অরণ্য ক্রপ কেয়ার) সহ বিভিন্ন কৃষি উপকরণ কোম্পানির প্রতিনিধি, ম্যানেজার ও বিসিপিএ সদস্যবৃন্দ।
অভিযোগে বলা হয়, নওগাঁ জেলার মাতাজীহাট এলাকায় স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ট্রেডার্স-এর প্রোপ্রাইটর সাখাওয়াত হোসেন ও শফিকুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে হুমায়ন কবিরকে আটকে রেখে তার মোটরসাইকেল ও নগদ অর্থ ছিনিয়ে নেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই হামলা শুধু একজন প্রতিনিধির ওপর নয়—এটি পুরো কৃষি খাতের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যারা মাঠপর্যায়ে কৃষি উপকরণ পৌঁছে দেন, তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের কৃষি ব্যবস্থাও হুমকির মুখে পড়বে।”
বক্তারা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।