রাজশাহীতে দুই মাথার শিশুর জন্ম | Daily Chandni Bazar রাজশাহীতে দুই মাথার শিশুর জন্ম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ আগস্ট, ২০২৫ ০১:৫১
রাজশাহীতে দুই মাথার শিশুর জন্ম
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে দুই মাথার শিশুর জন্ম

রাজশাহীতে দুই মাথার  এক  কন্যাশিশুর জন্ম হয়েছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে শিশুটির জন্ম হয়।

শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন, আর বাবা গোলাম আযম। তাঁদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লি বাজার এলাকায়।

পরিবারের সদস্যরা জানান, প্রসব ব্যথা উঠলে সুমাইয়াকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা রয়েছে দু'টি।

শিশুটিকে দেখার পর চিকিৎসকেরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে রায় বলেন, ‘এটি যমজ শিশু নয়, এটি জন্মগত ত্রুটি। শিশুটির দেহ ও যৌনাঙ্গ একটি হলেও মাথা দু'টি। দুই মুখমণ্ডল থাকায় রয়েছে চারটি চোখ, চারটি কান, দু'টি নাক এবং দু'টি মুখ। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা। এখন আমাদের প্রধান কাজ হলো তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে।’