
বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র ও সাধারণ জনগণের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব জুলাই’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সোমবার (২৯ জুলাই) বিকেলে শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আজিম উদ্দিনকে আহ্বায়ক, ছাব্বির আহমেদ রাজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসান নেহালকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির ২১ জন যুগ্ম আহ্বায়কের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল নোমান সাব্বির, মাহমুদুল হাসান, এমকে এ বিলাস, আব্দুল্লাহ আল আরাফাত, নিয়ামুল হাসান বাঁধন, ওহাব রিয়াজ, আব্দুল মোমিন, ইব্রাহীম হোসাইন, সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম বুলবুল, আফসানা মিমি, নুর আফরিন নিহান, আনান রহমান, রায়হান হোসেন, রেজাউল সরকার রেজা, সানজিদা আনজুম এশা, তাজনুর ইসলাম, আফরিন সুলতানা, মিজানুর রহমান, মাহবুবুর রহমান ও মিজান রহমান।
এছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন—নোমান বিন রশিদ, নজরুল ইসলাম, বৃষ্টি পারভীন, আইয়ুব আলী, রবিন খন্দকার, ফাহিমা আক্তার মুক্তা, রাসেল মাহমুদ, আল-আমিনসহ আরও ২৭ জন।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, ‘ভয়েস অব জুলাই’ সংগঠনটি বৈষম্যহীন সমাজ গঠনের পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে, সাহিত্য ও সংস্কৃতি চর্চায়, সামাজিক সমস্যা নিরসনে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
নেতারা আরও অভিযোগ করেন, “জুলাই আন্দোলনকে কেন্দ্র করে অনেক সংগঠন গড়ে উঠলেও অনেকে সেই চেতনা ধারণ না করে নিজেদের স্বার্থসিদ্ধিতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে সাধারণ ছাত্র-জনতার অবদানকে আড়াল করার অপচেষ্টা চলছে।” সংগঠনটির দাবি, তাদের কমিটিতে সবাই জুলাইয়ের সম্মুখসারির কর্মী, যাদের কেউ কেউ আহত হয়েছেন এবং মিথ্যা মামলার শিকারও হয়েছেন।