বৈষম্যবিরোধী আন্দোলন: আ.লীগের ছয় নেতাকর্মী রিমান্ডে | Daily Chandni Bazar বৈষম্যবিরোধী আন্দোলন: আ.লীগের ছয় নেতাকর্মী রিমান্ডে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৫ ০০:৪১
বৈষম্যবিরোধী আন্দোলন: আ.লীগের ছয় নেতাকর্মী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলন: আ.লীগের ছয় নেতাকর্মী রিমান্ডে

আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ডাবলু, মাশরাফি হিরো, আরিফ, সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম ও মতিন সরকার। - ফাইল ছবি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত দুটি পৃথক হত্যা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আবারও পুলিশ হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রফিকুল বারী শুনানি শেষে পৃথকভাবে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন—জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল শিক্ষক সেলিম রেজা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আবু জাফরের আবেদনের ভিত্তিতে আমিনুল, ডাবলু, হিরো ও আরিফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

অন্যদিকে, রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আমিনুল, ডাবলু, হিরো, মতিন সরকার ও তানজিল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

রিমান্ডের আদেশ পাওয়ার পর আদালত পুলিশের মাধ্যমে আসামিদের ডিবি হেফাজতে হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এর আগে বিভিন্ন সময়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা কারাগারে আছেন।