প্রকাশিত : ৫ আগস্ট, ২০২৫ ০০:৪৮
কলাপাড়ায় পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের সংরক্ষিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের সংরক্ষিত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিটের মাধ্যমে ভোল্টেজ রেগুলেটর পুড়ে যাওয়ায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
সোমবার বিকাল সাড়ে ৪ টার সময় বিকট শব্দের পর অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কলাপাড়া উপজেলার ৬২ হজার এবং পার্শবর্তী তালতলী উপজেলার ৫ হাজার গ্রাহক ৪ ঘন্টার মতো বিদ্যুৎ বিহীন ছিল। বর্তমানে অন্য ইউনিট থেকে বিদ্যুৎ সর্বরাহ চলছে।
কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, জয় প্রকাস নন্দি বলেন, এটি শর্টসার্কিট থেকে আগুনের উপতত্ত্বি। এতে আমাদের প্রায় ৩০/৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ আগুন লাগার ফলে গোটা উপজেলা প্রায় ৪ ঘন্টার মতো বিদ্যুৎ ছিলনা।এখন সবযায়গায় বিদ্যুৎ আছে।