
বিচ্ছিন্ন কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করেই কক্সবাজারে গোপনে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা। তাদের গন্তব্য ছিল ইনানীর পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ)। গুঞ্জন উঠেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সম্ভাব্য বৈঠকের উদ্দেশ্যেই এই সফর।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এনসিপি নেতারা—তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসির উদ্দিন পাটোয়ারী।
কক্সবাজার বিমানবন্দরের একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা ও স্থানীয় সূত্র তাদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে। তবে পিটার হাস নিজে বাংলাদেশে অবস্থান করছেন কি না, তা নিয়ে রয়েছে নানা সংশয়।
হোটেল কর্তৃপক্ষের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, “বিনা আগাম বার্তা ও রুম বুকিং ছাড়াই ওই চারজন হোটেলে প্রবেশ করেন দুপুর ১২টার পর।” তিনি জানান, পিটার হাসকে এখন পর্যন্ত সেখানে দেখা যায়নি। তবে হোটেলের আরেকজন কর্মকর্তা জানান, পিটার হাসের মতো দেখতে একজনকে হোটেলে দেখা গেছে, যদিও তিনি নিশ্চিত করতে পারেননি তিনি আসলেই পিটার কিনা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, দুপুর সাড়ে ৩টার ফ্লাইটে এনসিপির নেতারা কক্সবাজার ত্যাগ করবেন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি তারা ঠিক কার সঙ্গে এবং কী উদ্দেশ্যে বৈঠক করেছেন।
যুগান্তরের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলে এনসিপির নেতাদের কেউই তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। যদিও দলের একজন নাম প্রকাশে অনিচ্ছুক নেতা স্বীকার করেন, “পার্টির ভেতরে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।”
এদিকে, বিমান সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ১০ এপ্রিল বাংলাদেশ ছেড়েছেন পিটার হাস এবং এরপর তার ফেরার কোনো রেকর্ড নেই।
গোপন বৈঠক, অনিশ্চিত উপস্থিতি ও বিদেশি সংযোগ—সব মিলিয়ে এনসিপির এই সফর ঘিরে ব্যাপক কৌতূহল ও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে।