সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবে উদ্ধার | Daily Chandni Bazar সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবে উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ আগস্ট, ২০২৫ ০৯:১৬
সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবে উদ্ধার
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ চট্টগ্রাম ক্লাবে উদ্ধার

 

সাবেক সেনাবাহিনী প্রধান ও বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, একটি মামলার কাজে তিনি রোববার চট্টগ্রামে আসেন এবং রাতে চট্টগ্রাম ক্লাবে ওঠেন। সোমবার দুপুর পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ অনেকবার ডাকাডাকি করে। সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানা ও সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাবেক এই সেনাপ্রধান একাধারে বীর মুক্তিযোদ্ধা ও কূটনীতিক ছিলেন। সেনাবাহিনীর দায়িত্বপালনের পর তিনি রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন।

তার মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।