উপহাস উপেক্ষা করে জাতীয় পর্যায়ে সেরা উদ্যোক্তা বগুড়ার রেজওয়ানুল | Daily Chandni Bazar উপহাস উপেক্ষা করে জাতীয় পর্যায়ে সেরা উদ্যোক্তা বগুড়ার রেজওয়ানুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫ ২১:১১
উপহাস উপেক্ষা করে জাতীয় পর্যায়ে সেরা উদ্যোক্তা বগুড়ার রেজওয়ানুল
জাতীয় যুব পুরস্কার পেলেন ‘গ্রিন ওয়ান’-এর প্রতিষ্ঠাতা
নিজস্ব প্রতিবেদক

উপহাস উপেক্ষা করে জাতীয় পর্যায়ে সেরা উদ্যোক্তা বগুড়ার রেজওয়ানুল

কখনো অভাব-অনটনের সংসারে দিন কেটেছে, কখনো হয়েছেন উপহাসের পাত্র—কিন্তু সব উপেক্ষা করে সাফল্যের শিখরে পৌঁছেছেন বগুড়ার ধুনটের যুবক রেজওয়ানুল ইসলাম। আধুনিক কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্প ‘গ্রিন ওয়ান’ প্রতিষ্ঠা করে তিনি এখন দেশের একজন সফল উদ্যোক্তা।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গত ১২ আগস্ট রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে অর্জন করেছেন জাতীয় যুব পুরস্কার

নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে রেজওয়ানুল ইসলাম বলেন,

“কৃষক হাসলে এগোবে দেশ, গড়বে সমৃদ্ধ বাংলাদেশ—এই বিশ্বাস থেকেই আমি কাজ করছি।”

মাত্র ১৬ হাজার টাকা মূলধন দিয়ে ছোট আকারে মাছ চাষ শুরু করেন তিনি। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিয়ে আধুনিক মৎস্য চাষে সাফল্য অর্জন করেন। ধীরে ধীরে কাজের পরিধি বাড়িয়ে বর্তমানে ধুনট ও শাজাহানপুর উপজেলায় ১০টি কৃষি সেক্টরে কাজ করছে তার প্রতিষ্ঠান।

এর মধ্যে রয়েছে মাছ ও সবজি চাষ, নার্সারি, জৈব সার ও বীজ উৎপাদন, মাশরুম চাষ ও পশুপালন। বর্তমানে ‘গ্রিন ওয়ান’-এ ৫০ জন নারী-পুরুষের কর্মসংস্থান হয়েছে, যাদের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিও রয়েছেন।

রেজওয়ানুলের স্বপ্ন—আগামী পাঁচ বছরে ৫০০ জনের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের প্রতিটি জেলায় ‘গ্রিন ওয়ান’-এর শাখা স্থাপন করে ৩০ হাজার যুবককে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা।