মান্দায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪৯ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা | Daily Chandni Bazar মান্দায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪৯ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০২:০৯
মান্দায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪৯ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা
উপজেলা সংবাদদাতা, মান্দা, নওগাঁঃ

মান্দায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪৯ কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

নওগাঁর মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৩৪৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১৪ আগস্ট) মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। সংবর্ধনা আয়োজন করেন মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন আহমেদ।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করা হয়। ডা. ইকরামুল বারী টিপু তার বক্তব্যে বলেন, “মেধা দেশের সম্পদ। তোমাদের মেধা ও সততা দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রযুক্তি জ্ঞান এবং নৈতিকতার সমন্বয়ই সফলতার মূল চাবিকাঠি। শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিকতা, সততা এবং সামাজিক দায়িত্ববোধ অর্জন করাও অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার পরামর্শ দেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মিশকাত শাকিরা (মান্দা থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ), মোসাঃ রাজিয়া সুলতানা (বানডুবি হাজী ইসমাইল হোসাইন উচ্চ বিদ্যালয়) ও আব্দুল্লাহ আল শাহারিয়া লিমন (কালীগ্রাম উচ্চ বিদ্যালয়)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার স্বপন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহাসিন আলী, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক সাদেরুল ইসলাম সদর, যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেকুন বেগম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ইরফান আলী মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন।