রংপুরে নাট্যকর্মি সোহাগের মাকে বাচাঁতে সাহায্যের আহবান | Daily Chandni Bazar রংপুরে নাট্যকর্মি সোহাগের মাকে বাচাঁতে সাহায্যের আহবান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০২:১৫
রংপুরে নাট্যকর্মি সোহাগের মাকে বাচাঁতে সাহায্যের আহবান
জালাল উদ্দিন,রংপুরঃ

রংপুরে নাট্যকর্মি সোহাগের মাকে বাচাঁতে সাহায্যের আহবান

 রংপুুরে নাট্যকর্মি মোঃ সাখাওয়াত হোসেন সোহাগের মা  মানসিক রোগী অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মোছাঃ সামসুন্নাহার দির্ঘদিন থেকে গুরুতর অসুস্থ্য অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। সোহাগ তার মাকে বাচাঁতে সমাজের দানশীল, বিত্তবান ব্যাক্তিদের প্রতি সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তার মায়ের আবস্থা আশংকা জনক। উন্নত চিকিৎসা না করালে তাকে বেশিদিন বাচিয়ে রাখা সম্ভব হাবে না । তার উন্নত চিকিৎসার জন্য প্রায় ২লক্ষ টাকার প্রয়োজন। চিকিৎসার জন্য সেই টাকা যোগার করা সোহাগের পক্ষে সম্ভব নয়। তাই সে সকলের প্রতি সাহায্যের আহবান জানান।  সাহায্য পাঠানো ঠিকানা: সোনালী ব্যাংক রংপুর শাখার একাউন্ট নং ৫০১৯০০২৩১০৮২৯। বিকাশ, নগদ নং ০১৭৫৩৮১৭৩৪৪।