সাদা পাথর-জাফলংয়ে রোদঘেঁষা অভিযান: ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, ১০০ নৌকা ধ্বংস | Daily Chandni Bazar সাদা পাথর-জাফলংয়ে রোদঘেঁষা অভিযান: ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, ১০০ নৌকা ধ্বংস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০২:২২
সাদা পাথর-জাফলংয়ে রোদঘেঁষা অভিযান: ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, ১০০ নৌকা ধ্বংস
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

সাদা পাথর-জাফলংয়ে রোদঘেঁষা অভিযান: ১২ হাজার ঘনফুট পাথর জব্দ, ১০০ নৌকা ধ্বংস

সিলেটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ঠেকাতে জেলা প্রশাসন কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলংয়ে পৃথক অভিযান চালিয়েছে। বুধবার (১৩ আগস্ট) দিনভর চলা অভিযানে সাদা পাথর থেকে ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় এবং জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত ১০০টি নৌকা ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর পুনরায় সাদা পাথর পর্যটন কেন্দ্রে ফিরিয়ে আনা হবে। এছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন অভিযান চালাচ্ছে। শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহযোগিতা করেছে।”

একইভাবে জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে সহকারী কমিশনার পলি রানী দেবের নেতৃত্বে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয় এবং প্রায় ১৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। পলি রানী দেব বলেন, “জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনের সঙ্গে যুক্ত নৌকাগুলো আটক করে ভেঙে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২ হাজার ঘনফুট পাথর। জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।”

এর আগে, সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের ঘটনার পর জেলা প্রশাসন ১৩ আগস্ট একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে ১৭ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে।