বগুড়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫ ০৩:২৩
বগুড়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ

‎বগুড়া শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগমের উদ্যোগে শহরের সাবগ্রাম মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মানিক, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক মুক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক শামিম, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চান মিয়া, জেলা বিএনপির সদস্য টিপু ডাক্তার সান্টু, শহর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরি, যুগ্ম সম্পাদক নিপা, প্রচার সম্পাদক রোকেয়া, সহসভাপতি আয়শা হাসি রুলি সহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।