পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই ল্যাবে নতুন দুই মডিউল সংযোজন | Daily Chandni Bazar পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই ল্যাবে নতুন দুই মডিউল সংযোজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ০৪:১০
পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই ল্যাবে নতুন দুই মডিউল সংযোজন
নিজস্ব প্রতিবেদক

পুণ্ড্র ইউনিভার্সিটির ইইই ল্যাবে নতুন দুই মডিউল সংযোজন

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইলেক্ট্রিক্যাল মেশিন ল্যাবে আরও দুটি অত্যাধুনিক মডিউল সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা আরও সমৃদ্ধ করার সুযোগ পাবে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় ল্যাবে নতুন মডিউল দুটির কমিশনিং ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র আনুষ্ঠানিকভাবে কমিশনিং কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। পুরো কার্যক্রমটি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসানের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

গ্লোবাল টেকনোলজি সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহম্মেদ সিদ্দিকী ও প্রশিক্ষক আমির হামজা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। একাডেমিক এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইইই বিভাগের প্রফেসর ড. আবু সাদাত মো. সায়েম এবং সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন রাতুল।