সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় ফটো জার্নালিস্টদের মানববন্ধন | Daily Chandni Bazar সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় ফটো জার্নালিস্টদের মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৫ ০৪:২০
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় ফটো জার্নালিস্টদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বগুড়ায় ফটো জার্নালিস্টদের মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ফাসির দাবিতে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে গতকাল সকালে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ছবি- চাঁদনী বাজার

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফুদ্দৌলা ডিউক, মমিনুর রশিদ সাইন, সদস্য বজলুর রশিদ সুইট, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুমন সরদার, সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন ও কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, ফিরোজ পশারী রানা, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন, কামরুল হাসান কমল, সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন, মহাস্থান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আই সুমন, দৈনিক মাতৃছায়ার উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মেহেদী হাসান লিটন, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বারী মামুন, সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ, ওয়াহেদ ফকিরসহ আরও অনেকে।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা চরম অসহনীয় ও অগ্রহণযোগ্য ঘটনা। এ হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আরও বলেন, সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না কিংবা কারো রক্তচক্ষুকে ভয় পাবে না। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কলম চালাতে গিয়ে তুহিনকে জীবন দিতে হয়েছে।

বক্তারা অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেক আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।