রাজশাহীতে জেএফএ কাপ নারী ফুটবলে হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি | Daily Chandni Bazar রাজশাহীতে জেএফএ কাপ নারী ফুটবলে হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫ ০১:১১
রাজশাহীতে জেএফএ কাপ নারী ফুটবলে হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে জেএফএ কাপ নারী ফুটবলে হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি

রাজশাহীতে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের প্রতিযোগিতায় চলছে হ্যাটট্রিক ও গোলের ছড়াছড়ি।   রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী  মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠত ম্যাচে সফররত চাঁপাইনবাগঞ্জ সুচিতার হ্যাটট্রিকের সুবাদে ৬-০ গোলে নওগাঁ জেলাকে হারিয়ে ফাইনালে উঠে।

বিজয়ী দলের পক্ষে মনিরা ২টি, সোমা ১টি ও সুচিতা ৩টি গোল করেন।

দিনের অন্য ম্যাচে স্বাগতিক রাজশাহী মিথিলা ও নিলার হ্যাটট্রিকের সুবাদে ৭-১ গোলে জয়পুরহাট জেলাকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে মিথিলা ৩টি, নিলা ৩টি ও ইনিথিয়া ১টি গোল করেন।

মঙ্গলবার ফাইনালে স্বাগতিক রাজশাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার মোকাবেলা করবে বলে বাফুফের ওমেন্স কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম জানান।