
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিজেএ সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক কালাম আজাদ, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেকুজ্জামান খান, সিনিয়র ফটো সাংবাদিক আব্দুস সালাম ও এসএম সিরাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তোফাজ্জাল হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ফটো সাংবাদিকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি ছবি হাজার শব্দের চেয়ে বেশি বার্তা বহন করে। ছবির মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও না বলা গল্পগুলোকে ফুটিয়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, গণআন্দোলনসহ নানা ঝুঁকিপূর্ণ মুহূর্তে ফটো সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
সভায় জুলাই আন্দোলনে নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।