ব্যাংকক ভ্রমণের সুযোগ নিয়ে রিভো বাংলাদেশের নতুন ক্যাম্পেইন | Daily Chandni Bazar ব্যাংকক ভ্রমণের সুযোগ নিয়ে রিভো বাংলাদেশের নতুন ক্যাম্পেইন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ০১:২৪
ব্যাংকক ভ্রমণের সুযোগ নিয়ে রিভো বাংলাদেশের নতুন ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তিঃ

ব্যাংকক ভ্রমণের সুযোগ নিয়ে রিভো বাংলাদেশের নতুন ক্যাম্পেইন

দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ চালু করেছে নতুন ক্যাম্পেইন— ‘রিভো এ১২-এস উইন ব্যাংকক’। পুরো আগস্টজুড়ে চলা এ ক্যাম্পেইনে রিভোর প্রিমিয়াম মডেল এ১২-এস ক্রেতাদের জন্য থাকছে চার দিনের ব্যাংকক ভ্রমণের সুযোগ।

মাস শেষে লটারির মাধ্যমে নির্বাচিত হবেন তিনজন ভাগ্যবান বিজয়ী। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন তিন রাত চার দিনের কাপল ট্রিপ ব্যাংককে। দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে রিভোর জনপ্রিয় মডেল এ১১, আর তৃতীয় পুরস্কার বিজয়ীর জন্য থাকছে কম্যিউটিং মডেল এ১০

শুধু তাই নয়, প্রতিটি এ১২-এস ক্রেতা পাবেন স্পেয়ার পার্টস ও সার্ভিসে ৩ হাজার টাকার অতিরিক্ত কুপন, যা ব্যবহার করা যাবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি বলেন, “এ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা শুধু পুরস্কার দিচ্ছি না, বরং রাইডারদের স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ ও পরিবেশবান্ধব বাহন ব্যবহারে উৎসাহিত করতে চাই।”

রিভো এ১২-এস-এ রয়েছে ১০০০ ওয়াট মোটর ও ৬০ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি, যা একবার চার্জে ৮৫–৯৫ কিলোমিটার পথ চলতে সক্ষম। নিরাপত্তায় রয়েছে ডিস্ক-ড্রাম ব্রেক, টিউবলেস টায়ার, অন-বোন ফ্রেম ও ডিজিটাল ওডোমিটার।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান হিসেবে রিভোর বাইক এখন শহুরে রাস্তায় নির্ভরযোগ্য বাহন হয়ে উঠছে। নতুন এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও বেশি মানুষকে বৈদ্যুতিক যানবাহনের সঙ্গে পরিচিত করাতে চায়।