রংপুরে তৃতীয় লিঙ্গের মাহি এমএ পরীক্ষায় অংশ নিলেন | Daily Chandni Bazar রংপুরে তৃতীয় লিঙ্গের মাহি এমএ পরীক্ষায় অংশ নিলেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ০৫:০২
রংপুরে তৃতীয় লিঙ্গের মাহি এমএ পরীক্ষায় অংশ নিলেন
রংপুর সংবাদদাতা :

রংপুরে তৃতীয় লিঙ্গের মাহি এমএ পরীক্ষায় অংশ নিলেন

রংপুর কারমাইকেল কলেজে মাস্টার্স ১ম বর্ষের পরীক্ষায় অংশ নিয়েছেন ২৭ বছর বয়সী তৃতীয় লিঙ্গের রবিউল খন্দকার মাহি। মিঠাপুকুর উপজেলার ছড়ান গ্রামের মাহি দীর্ঘদিন ধরে খালাশপীর হাটে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে বসবাস করছেন এবং একই সঙ্গে সমাজসেবা ও ধর্মীয় কাজেও সম্পৃক্ত।

২০১৯ সালে সরকারিভাবে তাকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। মাহি পড়ালেখার পাশাপাশি ব্লাড ডোনেশন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সহায়তা করে আসছেন। এমএ শেষ করার পর তিনি পরিবার পরিকল্পনা বা সমাজসেবা বিভাগের সরকারি চাকরিতে মানুষের সেবা করতে চান।

হিজড়া সর্দার সাইফুল ইসলাম স্মৃতি জানান, পীরগঞ্জ উপজেলায় বর্তমানে ৫৪ জন হিজড়া রয়েছে এবং তারা সামাজিক মর্যাদা অর্জনের জন্য কাজ করে চলেছেন।