
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার বিকেলে আলতাফুনেছার খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। অনুষ্ঠান শুরু হয় বেলুন, ফেন্টুন, কবুতর ও কেক কর্তনের মধ্য দিয়ে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে বিএনপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াগাড়ি র্যালি। সমাবেশে রেজাউল করিম বাদশা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই করে বিএনপি নেতাকর্মিরা স্বৈরশাসক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।”
উল্লেখ্য, সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।