বগুড়ায় কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক | Daily Chandni Bazar বগুড়ায় কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ১২:০৯
বগুড়ায় কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক
জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে গোয়েন্দা পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতা আটক

বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। মঙ্গলবার ১৯ আগস্ট সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মণ্ডল মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল ডাক্তার ৪৫ এবং একই ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি এনামুল হক ৩০। তারা দু’জনেই ওই এলাকার মৃত শাজাহান মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ডিবি ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে গাবতলী উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তারা এলাকায় জমি দখল ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ডিবি সূত্র জানায়, তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আগে থেকেই তদন্তাধীন ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।