
যুক্তরাষ্ট্রে শাকিব খান ও শবনম বুবলীর রোমান্টিক ছবি প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের দৃষ্টি ছিল অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার দিকে। তবে ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তার অ্যাডমিনরা ছবিগুলো পাঠালেও তিনি তেমন গুরুত্ব দেননি। অপু বলেন, “ছবিগুলো দেখে আমার আহামরি কিছু মনে হয়নি। আসলে আমি শাকিব খানকে ছোট করতে চাই না, তাই এ নিয়ে কথা বলিনি।”
অভিনেত্রী জানান, গত দেড় মাস তিনি ফেসবুক থেকে দূরে ছিলেন। নিজের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে মনোযোগ দিচ্ছেন। সামাজিক মাধ্যমে একে অপরের পোস্টের পাল্টা পোস্ট দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার তিনি নিরব থেকেছেন। ভক্তদের ধারণা, হয়তো তিনি হাল ছেড়ে দিয়েছেন। তবে অপু বিশ্বাস এ বিষয়ে স্পষ্ট করে বলেন, “হাল ছেড়ে দেয়া বা ধরার কিছু নয়। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমার সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। সন্তানই সবচেয়ে বড় সেতুবন্ধন।”
শাকিব খানকে ছোট করার প্রতিযোগিতায় যেতে চান না বলেও জানান তিনি। অপু বলেন, “আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনো চাই না।”
এ সময় নিজের শারীরিক গঠন প্রসঙ্গে গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, সার্জারি করেননি। খাবারাভ্যাসের কারণে কখনো ওজন বেড়ে যায়, আবার মেইনটেইন করলে কমেও যায়।
এর আগে ছেলের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, “সব ভালোবাসার প্রমাণ দিতে হয় না। প্রমাণ ছাড়াও ভালোবাসা হয়, যদি পবিত্র হৃদয় থাকে।”
অভিনয় ক্যারিয়ার ও মাতৃত্ব নিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি অভিনেত্রী হিসেবে সফল হলেও মা হিসেবে তার সফলতা তখনই আসবে, যখন ছেলেকে মানুষ করে সবার সামনে উপস্থাপন করতে পারবেন।