নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা, শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়াই কারণ হতে পারে | Daily Chandni Bazar নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা, শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়াই কারণ হতে পারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫ ২৩:১৯
নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা, শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়াই কারণ হতে পারে
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

নবাবগঞ্জে শিক্ষিকার আত্মহত্যা, শিক্ষক নিবন্ধনের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়াই কারণ হতে পারে

যমুনা রায়। ছবি- সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জে যমুনা রায় (২৭) নামের এক শিক্ষিকা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) দুপুরে জয়কৃষ্ণপুর ইউনিয়নের কল্যানশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যমুনা রায় স্থানীয় শিকারীপাড়া টি.কে.এম উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে শিক্ষক নিয়োগের সুপারিশ ফল প্রকাশ করে এনটিআরসিএ। তবে যমুনা রায় সুপারিশ না পাওয়ায় ভেঙে পড়েন। রাতের খাবার শেষে নিজ কক্ষে শুতে যান তিনি। গভীর রাতে তার মা ঘরে ঢুকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, যমুনা রায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের মেধাবী ছাত্রী ছিলেন। ২০২৩ সালে তিনি শিকারীপাড়া টি.কে.এম উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।

বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়ায় মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।” মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।