
একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৭৬৫ জন।
বুধবার (২০ আগস্ট) রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর প্রথম ধাপে আবেদন করেছিলেন ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা পছন্দক্রম দিয়েছেন ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি। এর মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন।
এদিকে দেশের ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টি কলেজ কোনো শিক্ষার্থী পায়নি। আবার ১০টি কলেজে কেউ পছন্দক্রম দেননি।
কেন কলেজ পাননি জিপিএ-৫ প্রাপ্তরা
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, শিক্ষার্থীদের বেশিরভাগ ভালো কলেজেই পছন্দক্রম দেন। ফলে ওই কলেজগুলোতে প্রতিযোগিতা বেড়ে যায়। এতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও অনেক সময় নম্বর কম থাকার কারণে বাদ পড়ে যান।
করণীয়
যারা প্রথম ধাপে কোনো কলেজ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে গৃহীত হবে। তবে শিক্ষার্থীদের নতুন কলেজ পছন্দক্রমে যোগ করতে হবে। অধ্যাপক এহসানুল কবির বলেন, “আমাদের আসনের কোনো সংকট নেই। সবাই ভর্তি হতে পারবে। শুধু পছন্দক্রমে কিছু পরিবর্তন আনতে হবে।”
এদিকে প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের দ্রুত ৩৩৫ টাকা নিশ্চায়ন ফি পরিশোধ করতে হবে। চাইলে তারা বিকাশের মাধ্যমেও ফি পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে পারবেন।