বাঙ্গালী নদীতে সেতু নির্মাণে শেরপুরে এলজিইডি ও চীনা প্রতিনিধিদের পরিদর্শন | Daily Chandni Bazar বাঙ্গালী নদীতে সেতু নির্মাণে শেরপুরে এলজিইডি ও চীনা প্রতিনিধিদের পরিদর্শন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৫ ০০:২৪
বাঙ্গালী নদীতে সেতু নির্মাণে শেরপুরে এলজিইডি ও চীনা প্রতিনিধিদের পরিদর্শন
এনামুল হক, শেরপুর, বগুড়াঃ

 বাঙ্গালী নদীতে সেতু নির্মাণে শেরপুরে এলজিইডি ও চীনা প্রতিনিধিদের পরিদর্শন

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ, নিরাপদ এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে নতুন করে দৃষ্টিপাত করেছে সরকার। সেই লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) "কন্সট্রাশন অফ হাই-টেক ব্রিজ অন রুরাল বাংলাদেশ" শীর্ষক একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে, যার আওতায় বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে একটি ৫০০ মিটার দীর্ঘ সেতু।

 

উল্লেখযোগ্য এই প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক ধাপে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাণ প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন-এর প্রতিনিধি দল সম্প্রতি বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের মথুরাপুর-ছোনকা সড়ক অংশে পরিদর্শনে আসেন।

 

এই পরিদর্শনে এলজিইডির প্রকল্প পরিচালক মোঃ এবাদত আলী, বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী শাহ মোঃ শহিদুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ, এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও।

 

সেতু নির্মাণ নিয়ে উৎসাহিত স্থানীয় বাসিন্দারা বলছেন, “এই সেতু নির্মাণ হলে আমাদের পুরো এলাকার চেহারা বদলে যাবে। স্কুল, হাটবাজার, হাসপাতাল কোথাও যেতে সময় কম লাগবে, ভোগান্তিও থাকবে না।”

 

এলজিইডি জানিয়েছে, এই ব্রিজ শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি পণ্য পরিবহন, দুর্যোগ মোকাবেলায় বিকল্প রুট এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নের দিক থেকেও বড় ভূমিকা রাখবে।