কলাগাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার | Daily Chandni Bazar কলাগাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ০০:৫০
কলাগাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

কলাগাছের পাতা খাওয়ায় ছাগলকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলায় কলাগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে এক যুবকের হাতে ছাগল হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সজিব হাসানকে (৩০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুর রহমান বাটুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট সকালে চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন (৪০) পরিবারের তিনটি ছাগল চরাঞ্চলে চরাতে দেন। দুপুরে তিনি পাঁচ বছরের মেয়ে মেহজাবিন মানহাকে সঙ্গে নিয়ে ছাগলগুলো ফিরিয়ে আনছিলেন। পথে একটি ছাগল সজিব হাসানের কলাগাছের পাতা খেয়ে ফেলে।

এতে ক্ষিপ্ত হয়ে সজিব ধারালো দা দিয়ে একটি ছাগলকে কুপিয়ে হত্যা করেন এবং বাকি দুই ছাগলকে লাঠি দিয়ে মারধর করেন। বাধা দিতে এগিয়ে গেলে তিনি জাহেদা খাতুন ও তার শিশুকন্যাকে দা হাতে তাড়া করেন। প্রাণভয়ে তারা দৌড়ে সরে গিয়ে রক্ষা পান।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর স্বামী আল মাহমুদ বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পরদিন পুলিশ অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, “অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”