
নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে এক নারীকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেল থেকে প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়। এর আগেই গত ১৬ আগস্ট উপজেলার গুয়াতা গ্রামে ওই নারীকে পিটিয়ে নির্যাতনের ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নারীর নাম রেশমা বিবি (৪০)। তিনি মানসিক প্রতিবন্ধী আব্দুস সালামের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার দিন তার ছেলে রিমন হোসেনকেও (১৭) মারধর করা হয়।
ঘটনার পেছনে জমি বিরোধ
অভিযোগ অনুযায়ী, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় সামছুজ্জামান প্রামানিক (৬৫) রেশমা বিবিকে লাঠি দিয়ে পেটান। পরে তার মাথার চুল ধরে টেনে জমিতে ফেলে নির্যাতন করেন। এ সময় সামছুজ্জামানের সহযোগী এনামুলসহ কয়েকজন রেশমা ও তার ছেলে রিমনকে এলোপাতাড়ি মারধর করে আহত করে।
তবে স্থানীয়দের ভাষ্যমতে, জায়গা নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে রেশমা বিবি ও তার ছেলে রিমনসহ তিনজন আহত হন। তাদের মধ্যে রেশমা হাসপাতালে ভর্তি থাকলেও অপর দুজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিও
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সামছুজ্জামান প্রামানিক লাঠি দিয়ে রেশমা বিবিকে পেটাচ্ছেন এবং মাথার চুল ধরে মাটিতে ফেলে দিচ্ছেন।
রেশমা বিবির অভিযোগ
রেশমা জানান, তার মানসিক প্রতিবন্ধী স্বামীর নামে ৮ শতক জমি ছিল। ২০২৪ সালে সামছুজ্জামান কৌশলে জমিটি মাত্র ২ লাখ ৫০ হাজার টাকায় নিজের নামে রেজিস্ট্রি করেন, যদিও বাজারমূল্য ছিল প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা। পরে তিনি জমি বিক্রি করে দেন দামুয়া গ্রামের রিপনকে। জমি উদ্ধারের জন্য আদালত ও থানায় অভিযোগ করায় প্রতিশোধ নিতে তাকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন রেশমা।
সামছুজ্জামানের দাবি
অন্যদিকে সামছুজ্জামান প্রামানিক বলেন, তিনি বৈধভাবে জমি কিনেছেন এবং পরে রিপনের কাছে বিক্রি করেছেন। রিপনের দেওয়া জমিতে ধান রোপণ করতে গেলে রেশমা ও তার ছেলে বাধা দিয়ে তাকে মারধর করে। আত্মরক্ষার্থে তিনিও তাদের আঘাত করেছেন বলে দাবি করেন তিনি।
পুলিশের বক্তব্য
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পক্ষ অভিযোগ দিয়েছে, অপর পক্ষ এজাহার দায়ের করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।