তাড়াশে এক বিধবার বাড়িতে চুরি | Daily Chandni Bazar তাড়াশে এক বিধবার বাড়িতে চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ০১:৪৬
তাড়াশে এক বিধবার বাড়িতে চুরি
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতাঃ

তাড়াশে এক  বিধবার বাড়িতে চুরি

সিরাজগঞ্জের তাড়াশে এক বিধবার বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল স্বর্ণালঙ্কার-টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল চু‌রি করে নিয়ে গেছে। ওই সময় তারা ঘরের অন্যান্য জিনিসপত্র তছনছ করে ফেলে রেখে গেছে। বাড়িটি তালা বদ্ধ রেখে ঢাকায় অবস্থান করায় এ চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সোমবার রা‌তের কোন এক সম‌য়ে চু‌রির এ ঘটনাটি ঘটে তাড়াশ সদর ইউনিয়নের  বোয়ালিয়া গ্রামের দক্ষিণ পাড়া মৃত সোনা উল্লার বাড়িতে। ওই বাড়িটি সোনা উল্লার শ্বশুর পাশের বিদিমগুড়া গ্রামের আব্দুর বারী আকন্দ দেখ ভাল করত।
আব্দুর বারী আকন্দ  জানান, আমার মেয়ে
মাহমুদা খাতুন চাকরি ও ছেলের পড়া- শোনা নিয়ে ঢাকায় অবস্থান করায় বাড়ীটি তালা বদ্ধ  থাকে। এ সুযোগে বাসা ফাঁকা পেয়ে চোরের দল ঘরের জানালার গ্রীল ও সেলিং ভেঙ্গে ঘরে ঢুকে আলমিরা, ট্রাংক, ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি ক‌রে নি‌য়ে গে‌ছে। এ বিষয়ে তাড়াশ থানায় অজ্ঞাত আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানা ওসি মো. জিয়াউর রহমান বলেন, চুরির ঘটনায় অজ্ঞাত অাসামী করে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।  বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।