পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২ | Daily Chandni Bazar পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ ০১:৪৮
পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২
তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ, রংপুর

পীরগঞ্জে সেনা-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার জামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

৭২ পদাতিক ব্রিগেডের অধীনে পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শানেহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের শ্রী বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)-কে হাতেনাতে আটক করা হয়।

অভিযানকালে সেনা ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান চালিয়ে  ১ হাজার ৭৯ বোতল  বোতল রিয়েক্টিফাইভ, ১টি ব্যবহৃত মোবাইল এবং নেশা সরঞ্জাম উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামাল ও আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা ও সেনাবাহিনী থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

ক্যাপ্টেন রাকিবুল ইসলাম জানান, “সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান এলাকায় জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবে।”

পীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।