
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিত্যক্ত একটি টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামের এক মাদ্রাসা ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোঁয়া মনি ওই গ্রামের সুমন শেখের মেয়ে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা ও সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ছোঁয়া মনি সকাল থেকে নিখোঁজ ছিল। মাদ্রাসা থেকে ফেরার পরও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে পাশের এক আত্মীয়ের পরিত্যক্ত টয়লেটে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের পরনে থাকা জামা রক্তে ভেজা ছিল এবং মুখমণ্ডল, মাথা ও শরীরের বিভিন্ন অংশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ বলেন, “বিষয়টি খুবই মর্মান্তিক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আমরা চাই, হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। প্রশাসনের প্রতি আমরা সহযোগিতার আহ্বান জানাই।”