
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ২৩:৫৪
বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রজন্মদল সদর উপজেলা আঞ্চলিক ৪ নম্বর ইউনিট কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তিঃ
বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রজন্মদল সদর উপজেলার আঞ্চলিক ৪ নম্বর ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে গোফফার আলী ডাবলু সভাপতি ও রাসেল রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
গতকাল শনিবার বগুড়া রেলওয়ে ট্রাস্ট মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক সভায় সদর উপজেলা শাখার আহবায়ক শায়েস্তা খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় আঞ্চলিক ইউনিট কমিটি ঘোষণা করেন সদর উপজেলা প্রজন্মদলের সদস্য সচিব রেজাউল সরকার রেজা।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রজন্মদলের যুগ্ম আহবায়ক রাসেল শেখ, আব্দুল মান্নান সবুজ, মো. রফিক এবং শহর যুবদলের সহ-সভাপতি রায়হান শরীফ মাসুম।
এসময় উপস্থিত ছিলেন প্রজন্মদল আঞ্চলিক ৪ নম্বর ইউনিটের আয়তালি মন্ডল, শাওন হাসান, সবুজ হোসেন, শাহীন আলম, অনিক মোল্লা, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ ফকিরসহ অন্যরা।