বগুড়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর | Daily Chandni Bazar বগুড়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ ২৩:৫৮
বগুড়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ সেপ্টেম্বর

বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বেলা সাড়ে ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ।

সভায় প্রথমে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ করেন যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, যা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

পরে আলোচনার মাধ্যমে ৩০ আগস্টের পরিবর্তে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ বগুড়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ ও মির্জা সেলিম রেজা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভির আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন।

এছাড়াও সভায় নির্বাহী সদস্য অ্যাড. আব্দুর মান্নান, আব্দুর রহিম বগরা, শামিম আহম্মেদ, গোলজার হোসেন মিঠু, শাহ আলম শেখ মুক্তার, সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও হারুন উর রশিদ তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সভায় অভিষেক অনুষ্ঠানসহ কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।