গাবতলীর সুবাদ বাজারে সাউথ ইষ্ট ব্যাংক এ্যাজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন | Daily Chandni Bazar গাবতলীর সুবাদ বাজারে সাউথ ইষ্ট ব্যাংক এ্যাজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫ ০০:৩৯
গাবতলীর সুবাদ বাজারে সাউথ ইষ্ট ব্যাংক এ্যাজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

গাবতলীর সুবাদ বাজারে সাউথ ইষ্ট ব্যাংক এ্যাজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন

গতকাল শনিবার বগুড়া গাবতলীর কোলাকোপা সুবাদ বাজারে সাউথইষ্ট ব্যাংক পিএলসি এ্যাজেন্ট ব্যাংকিং আউটলেট ও সিআরএম এটিএম বুথ এর ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাউথইষ্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মাদ সাজ্জাদুল কবির, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, সাউথইষ্ট ব্যাংক পিএলসি বগুড়া শাখার প্রধান স্বপন কুমার, এভিপি ওবায়দুল ইসলাম, এফএভিপি মোজাহিদুল ইসলাম, এ্যাজেন্ট ব্যাংকিং নির্বাহী কর্মকর্তা আরিফ হোসাইন ও জহুরুল ইসলাম, সঞ্জয় কুমারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সাউথইষ্ট ব্যাংক পার্টনার শামিউল আলম সাহিন বলেন, এ ব্যাংকের মাধ্যমে তিনি এলাকার মানুষদের আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান করবেন। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। শেষে স্থানীয় কোলাকোপা আতপজান হাইস্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।