
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বগুড়ায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ট্রাকভর্তি ৫৭৭ বস্তা চাল উদ্ধার করেছে এবং তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটে শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার এরুলিয়া সিল্কিবান্দা গ্রামে।
গ্রেফতাররা হলেন:
আব্দুর রশিদ, নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম সোনারপাড়ার হারেজ ড্রাইভারের ছেলে, ট্রাকচালক।
সোহেল রানা, নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ীর শাহজাহান আলীর ছেলে, চালকের সহকারী।
রঞ্জু, শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের হবিবর কসাইয়ের ছেলে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, দিনাজপুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন ২২ আগস্ট সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ আছে, ১৯ আগস্ট আসামিরা দিনাজপুরের হিলি থেকে ৫৭৭ বস্তা ‘সম্পা কাটারি চাল’ ঢাকার আশুলিয়ায় পৌঁছে দেওয়ার জন্য সাড়ে ১৭ হাজার টাকায় চুক্তি করেছিলেন। চালের মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। কিন্তু ২০ আগস্ট রাতে তারা চালভর্তি ট্রাক নিয়ে গন্তব্যে পৌঁছানো সত্বেও বগুড়া সদর থানা এলাকায় অজ্ঞাত স্থানে চাল আত্মসাৎ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মালামাল পরিবহণের চুক্তি নিয়ে তা আত্মসাৎ করে আসছিলেন। উল্লেখ্য, রঞ্জুর বিরুদ্ধে ছয়টি মামলা, এবং আবদুর রশিদ ও সোহেল রানার বিরুদ্ধে একটি করে মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।