বগুড়ায় নিউ অ্যাপোলো হাসপাতালে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে কর্তৃপক্ষ | Daily Chandni Bazar বগুড়ায় নিউ অ্যাপোলো হাসপাতালে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে কর্তৃপক্ষ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ ১০:০৭
বগুড়ায় নিউ অ্যাপোলো হাসপাতালে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নিউ অ্যাপোলো হাসপাতালে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে কর্তৃপক্ষ

বগুড়ার নিউ অ্যাপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর, চাঁদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় এক যুবক শিহাব ও তার সহযোগীদের বিরুদ্ধে এসব অপকর্মের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার পিটিআই মোড় থেকে ১০০ গজ পশ্চিমে আজাদ পাম্প সংলগ্ন সূত্রাপুরে অবস্থিত নিউ অ্যাপোলো হাসপাতালে গত ৫ আগস্ট রাত ২টা ৪০ মিনিটের দিকে শিহাবের নেতৃত্বে ছয়জন যুবক হাসপাতালের প্রধান ফটকে ইট-পাটকেল নিক্ষেপ করে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে রোগী, স্বজন ও কর্মচারীরা ভীত হয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে মালতিনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর থেকে শিহাব নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিয়ে প্রতিদিনই তার সহযোগীদের সঙ্গে নিয়ে এসে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট রাত ১২টা ২০ মিনিটে শিহাবসহ সাতজন আবারও হাসপাতালে প্রবেশ করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ, চেয়ার-টেবিল ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয়। এতে রোগী, স্বজন ও কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় হাসপাতালের কর্মরত কর্মচারী ও স্থানীয় একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও কলরেকর্ড সংরক্ষণ করা হয়েছে, যা তদন্তে সহায়ক হবে।

নিউ অ্যাপোলো হাসপাতালের পরিচালক নিমাই সরকার বলেন, “ঘটনার পর পুলিশ তদন্তের জন্য হাসপাতালে এসেছিল। তারা বলেছেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং বিষয়টি বনানী ফাঁড়িতে তদন্তের জন্য পাঠানো হয়েছে।”

তদন্তকারী কর্মকর্তা বনানী ফাঁড়ির এসআই নুরুজ্জামান বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তবে অভিযুক্ত শিহাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।