প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ ২৩:৩৩
বাংলাদেশ পুলিশের ৫২ কর্মকর্তার বদলি ও পদায়ন
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে ৫২ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জন কর্মকর্তাকে নিয়মিত অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।